হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।
বাগেরহাট চিতলমারীতে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চিতলমারী নালুয়া বাজার হতে একজন চিহ্নিত মাদক কারবারিকে ৪ কেজি গাঁজা সহ আটক করে। আটক কৃত মাদক কারবারি আব্দুল গফফার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সিমান্ত এলাকা থেকে মাদক এনে বাগেরহাটের বিভিন্ন উপজেলায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর স্বপন রায়।