হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা ।।
দেশের চলমান পরিস্থিতিতে চুরি-ডাকাতি রোধে বাগেরহাটের মোংলার মিঠাখালী ইউনিয়নের ২’নং ওয়ার্ডের দওেরমেঠ এলাকায় রাতভর পাহারা দিচ্ছেন স্থানীয়রাও এলাকাবাসী।
বর্তমান পরিস্থিতে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ না থাকায় বিভিন্ন জায়গায় লুটপাট ও ডাকাতির মতো অপরাধ কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। তবে কিছু সংখ্যক জায়গায় লুটপাঠ ও ডাকাতির খবর শুনে জনমনে আতঙ্ক তৈরি হচ্ছে। তাই কোনো কোনো এলাকাতে ডাকাতি না হওয়া সত্বেও আতঙ্কগ্রস্থ হয়ে আছে সাধারণ মানুষ। তবে এ আতঙ্ক থেকে রেহাই পেতে স্ব স্ব-উদ্যোগেই গড়ে উঠছে নিরাপত্তা ব্যবস্থা।
এলাকাবাসীদের নিয়েই গড়ে তুলেছে বাহিনী, আবার কোনো কোনো জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন গ্রুপ থেকেই গড়ে উঠছে স্বেচ্ছাসেবক দল। তারাই লাঠি-বাঁশি হাতে রাতভর পাহারা দিচ্ছেন।
সোমবার(১২ আগস্ট) রাতে সরজমিন ঘুরে দেখা যায়, অন্তত ১০ টি নিরাপত্তা দল রয়েছে। প্রত্যের দলে ৫ থেকে ২০ জন সদস্য রয়েছে। এছাড়া তারা হাতে লাঠি ও বাশি নিয়ে ঘুরছেন।
নিরাপত্তা দলের অন্যতম সদস্য ধীমান মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাড়ি এই এলাকায়। প্রত্যেক বাড়ি থেকে একজন করে নিয়ে আমরা নিরাপত্তা দল গঠন করেছি এবং রাতভর পাহারা দিব। তবে এই এলাকায় গত এক সপ্তাহের মধ্যে কোথাও ডাকাতি হয়নি বা একটি ভ্যান গাড়ি চুরি হয়েছিলো তবে ভ্যান গাড়ি’সহ চোরকে আটক করছি।
এ বিষয়ে নিরাপত্ত দলের অরুপ চৌধুরী নামের এক সদস্য বলেন, আমাদের এই উদ্যোক্ত একটি অগ্রীম সতর্কতা হিসেবে আমরা নিরাপত্তার দল টহল দিচ্ছি। শুধু আমাদের এলাকায় নয়, সকল এলাকায় এর থেকে বেশি নিরাপত্তা দল গঠন করা হয়েছে।
এ বিষয়ে নিরাপত্তা দলের অপুর্ব চৌধুরী, অনুপ মন্ডল ও লিটন মন্ডল’সহ অনেক সদস্যরা বলেন, প্রত্যেকেটি দোকানে কম করে হলেও ১ লাখ টাকার থেকেও বেশি টাকার মালামাল রয়েছে, বা প্রতিটি বাড়িতে অনেক কিছু রয়েছে তাই জান-মাল রক্ষাতে আমরা এই নিরাপত্তা দল গঠন করেছি। এবং আমরা এখানে প্রতিনিয়ত রান্না – বান্না করে আমাদের এই নিরাপত্তা দেওয়া সদস্যরা মিলে খাওয়া দাওয়া করছি।