ঢাকাThursday , 25 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালের সদর ও রাজনগর ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ঘোষণা ঘোষণা।

দেশ চ্যানেল
September 25, 2025 12:35 pm
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।

বাগেরহাটের রামপালের সদর ও রাজনগর ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করে উদযাপন অনুষ্ঠান করা হয়েছে। গত সোমবার দুপুর ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি রামপাল সদর ও রাজনগর ইউনিয়ন ২ টি কে শিশুশ্রমমুক্ত ঘোষণা করেন। ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রামের সহযোগীতায় ও শিশুশ্রম নিরসন কমিটি, সিবিও, স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে রামপাল সদর ইউনিয়ন ও রাজনগর ইউনিয়ন শিশুশ্রমমুক্ত করা হয়। এ জন্য উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং আপডেট দেওয়া, সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় ৩৭ টি পরিবারকে এর আওতায় আনা হয়েছে। ৩৭ টি পরিবারকে নির্বাচিত করে ৮ হাজার করে টাকা আয়বর্ধকমূলক সহায়তা প্রদান করা হয়েছে। ওই ৩৭ জন শিশুকে বিদ্যালয়ে গমন ও তাদের ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে ফিরিয়ে এনে তাদের পুনর্বাসন করা হয়েছে। আরো কোন এমন শিশু পাওয়া গেলে তাদেরও শিশুশ্রমমুক্ত প্রকল্পে আওতায় আনা হবে বলে জানানো হয়। ওই অনুষ্ঠানে এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, ওয়ার্ল্ড ভিশন রামপাল অফিসের কো-অর্ডিনেশন ও সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, হেল্থ ও নিউট্রিশন স্পেশালিষ্ট সুবা তালফা, লাইভলিহুড স্পেশালিষ্ট সৈয়দ ইস্তিয়াক, প্রেসক্লাব রামপালের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, মো. মাহাবুবুর রহমান, নিপা সরকার, শিউলি কস্তা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST