ঢাকাThursday , 6 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালে আধিপত্য বিস্তারে বিএনপি সমর্থিত দুই গ্রুপের সাংঘর্ষে আহত -১৬-

দেশ চ্যানেল
March 6, 2025 11:49 am
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।

বাগেরহাটে রামপালের ঝনঝনিয়া চেয়ারম্যান মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ নেতার নেতৃত্বে এক রক্তক্ষয়ি সাংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিএনপি সমর্থিত দুই গ্রুপ পক্ষে বিপক্ষে অবস্থান নিলে এ সাংঘর্ষের ঘটনায় ১৬ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।

খোজ নিয়ে জানা গেছে, উপজেলার ঝনঝনিয়া চেয়ারম্যান মোড়ে একটি মৎস্য আড়ৎ ও জমিজমা নিয়ে আ. রাজ্জাকের ছেলে আওয়ামীলীগ নেতা সিদ্দিক শেখের সাথে আরজ আলী ও তার ভাই মহিদ শেখের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০ টায় মৎস্য আড়তের সামনে উভয়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এসময় দুই পক্ষের সাথে স্থানীয় বিএনপি সমর্থিতরা জড়িয়ে পড়ে। দুই পক্ষ লোহার রড, হাতুড়ী, লাঠি ও দা নিয়ে হামলা, পাল্টা হামলা করে। এতে ১৬ জন গুরুতর জখম হন। আহতরা হলেন, উপজেলার ঝনঝনিয়া গ্রামের আল আমিন (৪০), আজমল শেখ (৪৩), শহিদ ব্যাপারী (৩৬), আবুল কালাম (৪০), বাবুল শেখ (৩৫), শামীম শেখ (২২), আহম্মদ আলী (৪২), ইসমাইল শেখ (৩৫), আশরাফ আলী (৫৫), তাহিদুল ইসলাম (৪০), হোসাইন শেখ (১৮), তারেক শেখ (৩৫), ফারুক হোসেন (৫৫) আবুল কালাম (৩০)। মাহিদ শেখ (৫০)। বাকীদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এবিষয়ে রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব বলেন, আমাদের লোকজনের উপর হামলা হয়েছে। আমাদের ১০/১২ জনকে কুপিয়ে ও হাতুড়ী -রড দিয়ে আঘাত করে পা ভেঙ্গে দিয়েছে। আমাদের ৭ জনকে খুমেক হাসপাতালে নেয়া হয়েছে। আমার বাড়ীঘর ভাংচুর করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আকোর উপর হামলা হয়েছে।

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সাথে কথা হলে তিনি বলেন, আমি শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছি। ভাগার আকো ঝামেলা করছে। সে লোকজন নিয়ে রামপাল কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারির পিতার দোকান ভাংচুর ও তার পিতাকে মারপিট করেছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। ঘটনাস্থলে ফোর্স মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝনঝনিয়া, চেয়ারম্যান মোড়, ভাগা ও রনসেন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি সেলিম রেজা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST