ঢাকাFriday , 16 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালে গচ্ছিত টাকা নিয়ে গৃহবধূর নিরুদ্দেশ দ্বারে দ্বারে ঘুরছেন স্বামী।

Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।

বাগেরহাটের রামপালে পেয়ারা বেগম (৩৫) নামের এক গৃহবধূর বিরুদ্ধে স্বামীর বিপুল পরিমাণ গচ্ছিত টাকা নিয়ে নিরুদ্দেশ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা স্ত্রীর সন্ধান পেতে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী আকবর হোসেন।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার বড়দিয়া গ্রামের মৃত রব শেখের ছেলে আকবর শেখ ২০ বছর পূর্বে বিয়ে করেন পার্শবর্তী সিংগড়বুনিয়া গ্রামের হাসেন শেখের মেয়ে পেয়ারা বেগম কে। সেই সংসারে তাদের ২ টি ছেলে সন্তান রয়েছে। ঘটনার দিন গত ইং ১৬-০৪-২৫ তারিখ সকাল ৮ টায় ঔষধ কেনার কথা বলে বাড়ী থেকে বের হয় স্ত্রী পেয়ারা বেগম। ওই সময় স্বামী আকবর বাড়ীতে ঘুমিয়ে ছিল। এই সুযোগে ঘরের ড্রয়রে রাখা জমি বিক্রয়ের ৩ লক্ষ টাকা নিয়ে যায় পেয়ারা। দীর্ঘ এক মাস গত হলেও এখনও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে একমাত্র সম্বল জমিটি বিক্রয়ের ৩ লক্ষ টাকা আত্মসাত করায় অনেকটা অসহায় হয়ে পড়েছেন স্বামী আকবর শেখ। সে স্ত্রী ও টাকা ফেরৎ পেতে সমাজপতি ও পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি (তদন্ত) মোতালেব হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST