হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।
বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে সুব্রত রায় (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক সুব্রত কে বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। সে রামপাল উপজেলার কাঠামারী গ্রামের মৃত নিরোধ বিহারী রায়ের ছেলে।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৯ জানুয়ারি ) রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের কাঠামারী এলাকায় রামপাল থানা অফিসার ইনচার্জ সোমেন দাস এর তত্বাবধানে এস আই দীনেশ ঘোষ সংগীয় ফোর্স সহ সুব্রত রায়ের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। ঐ সময় সুব্রত রায় কে ১৫০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করেন।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আটক সুব্রত রায় কে বাগেরহাট বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিষয়ে আমরা কাউকে ছাড়দিবনা রামপাল থানাকে মাদক মুক্ত করতে আমরা বদ্ধ পরিকর।