হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।
বাগেরহাটের রামপালে প্লাষ্টিক পলিথিন দুষণ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের নিয়ে নিয়ে এক উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতলুব হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অথিতির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক দপ্তরের একাডেমিক সুপারভাইজার পুষ্পেন সরকার, বিশেষ অথিতির বক্তব্য দেন প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, রূপান্তর প্রতিনিধি মো. আতাবুর রহমান টিপু, প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি মো. মোতাহার মল্লিক, সহসভাপতি এ, এইচ নান্টু, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ। এ সময় রামপালে ইয়ুথ গ্রুপ সদস্য, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা সুন্দরবনকে বাঁচাতে প্লাষ্টিক ও পলিথিন দুষণ প্রতিরোধ কার্যকর ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের প্রাকৃতিক রক্ষাকবচ সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় তরুনদের এগিয়ে আসতে হবে। তার জুলাই বিপ্লবের স্বপ্নসারথি। তরুরা এগিয়ে এলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে জন্য আমাদের সুন্দরবনকে আগলে রাখতে সক্ষম হবে। প্লাষ্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে ও সুন্দরবন বাঁচাতে করণীয় শীর্ষক উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিযোগীদের মধ্যে ৬ জন কে পুরস্কৃত করা হয়।