মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে পলিথিন ব্যবহারের ক্ষতিকর প্রভাব ও পলিথিন ব্যবহার রোধে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে বাগেরহাট শহরের প্রধান বাজারে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এই প্রচারণ চালানো হয়। এসময়, বিভিন্ন দোকানিকে পলিথিনের ক্ষতিকর প্রভাব বর্ননা করেন পরিবেশ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার।
লিফলেট বিতরণ শেষে বাগেরহাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় সভা করেন পরিবেশ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার। এসময়, বাগেরহাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার ফখরুল আলম সাহেব, পরিবেশ অধিদপ্তর, বাগেরহাটের সহকারি বায়োকেমিস্ট নিখিল চন্দ্র ঢালীসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার বলেন, পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর একটি পদার্থ। পরিবেশ বিপর্যয়ের জন্য অনেকাংশে দায়ী। সরকার এই বিপর্যয় থেকে মানুষকে বাঁচাতে আইন করেছে। আইন অনুযায়ী পলিথিন উৎপাদন, আমদানী, বাজারজাত, বিক্রয়, মজুদ, বিতরণ, বানিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার ও পরিবহন দন্ডনীয় অপরাধ। বিষয়টি সবাইকে জানানোর জন্য আমরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। মানুষকে সচেতন করছি। পলিথিন বন্ধে প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে বলে জানান তিনি।