মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা কমান্ডার, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম খোকনের ২৩মত মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সাবেক এ মুক্তিযোদ্ধা কমান্ডার ৭১সালে বিষ্ণুপুর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) জোহর নামাজ বাদ পারিবারিক ভাবে মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম খোকনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তার পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এতিমদের মাঝে খাবার বিতরন করা হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম খোকন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি উপস্থিত ছিলেন।