রাসেল কবির// মেহেন্দিগঞ্জ উপজেলায় ১ টি মাত্র মডেলে ইউনিয়নে রূপান্তরিত হলেও জনদুর্ভোগের শেষ নেই। জানা গেছে এই মডেল ইউনিয়নটি গঠিত হয়েছে কাজিরহাট থানা ৬নং বিদ্যানন্দন পুর মডেল ইউনিয়ন নামে রূপান্তরিত ও অপরিচিত। ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম রতনপুর গ্রামের আবুল চোকদারের বাড়ির সামনে খালের উপর এলজি এসপি বরাদ্দে লোহার অ্যাঙ্গেল ও ভীম উপরে ঢালাই পাঠা দিয়ে নির্মাণ করা হয়েছে ২০১৯ সালে ব্রিজ এক লক্ষ টাকা ব্যয় করে। পশ্চিম রতনপুর গ্রামবাসী জানিয়েছে বীজ নির্মাণের দুই বছর পর ক্রমে ক্রমে ভেঙে গেছে। স্থানীয়রা জোড়া তালি দিয়ে আসা-যাওয়া করছে। অতঃপর মডেল ইউনিয়নের জন প্রতিনিধির নজরে আসছে না। ওই গ্রামের তারেক চোকদার বলেন এই ব্রিজ দিয়ে অসংখ্য লোকজন পড়ে গিয়ে দুর্ঘটনার স্বীকার হয়েছে। এলাকাবাসী জানিয়েছে ব্রিজ মেরামত করার জন্য ইউনিয়ন পরিষদে অবগত করেছে। ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ ব্রিজ মেরামত করবে কিনা আমাদের জানা নেই। এ বিষয়ে বিদ্যানন্দনপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম মীরের সাথে ব্রিজ সম্পর্কে কথা বললে তিনি জানায় ১নং ওয়ার্ডার পশ্চিম রতনপুর গ্রামের ভাঙ্গাচুর অবহেলিত ব্রিজ টেন্ডার হয়েছে অতি শীঘ্রই ব্রিজের কাজ চলবে বলে জানায়।

