যোগেশ ত্রিপুরা( রামগড় প্রতিনিধি)
স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্রা ব্যবহার করি ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়।
খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ মার্চ শুক্রবার সকাল ১০ঃ০০ঘটিকায় রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে ও রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে এই দিবসটি পালিত হয়।দিবসটি পালনে উপস্থিত ছিলেন রামগড় উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, আইসিটি কর্মকর্তা রেহান উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আন্জুম, ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইখতেয়ার উদ্দীন,রামগড় উপজেলার সরকারি- বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।