ঢাকাSaturday , 3 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বীরের মতো নড়াইলের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিলেন মাশরাফী

দেশ চ্যানেল
February 3, 2024 1:19 pm
Link Copied!

জেলাপ্রতিনিধি :নড়াইল

 

বীরের মতো নড়াইলের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ও চ্যালেঞ্জ নিলেন হুইপ মাশরাফী বিন মোর্তজা।

 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে নড়াইলের লোহাগড়ার জয়পুরস্হ দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নড়াইল-২আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ দলীয় হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা।

এর আগে বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন এবং তিন দিনের সরকারী সফরে নড়াইলে আসেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে আমার প্রতিশ্রুতি ছিল ৭ তারিখ পর্যন্ত আপনারা আমার দায়িত্ব নেবেন, ৮ তারিখ থেকে আমি আপনাদের দায়িত্ব নেব। জনগণ আমার কথা রেখেছেন, সঙ্গে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে আমাকে সংসদের হুইপ মনোনীত করেছেন। এ জন্য এবারে আমার চ্যালেঞ্জ হলো এলাকার উন্নয়নে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করা ও জনগণের পাশে থাকা।

তিনি আরও বলেন, লোহাগড়া পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা নাজুক। বর্জ্য নিষ্কাশনের জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং শহরের রাস্তাঘাট, হাটবাজার, নাগরিক সেবা নিশ্চিত করা জরুরি। সকল কাজ একসঙ্গে করা সম্ভব নয়, এ জন্য ধাপেধাপে উল্লেখিত কাজগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নির্দেশনা প্রদান করেন এবং এসব উন্নয়নমূলক কাজের সহযোগিতা করার আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST