বিপ্লব সাহা খুলনা ব্যুরো :
আবহাওয়ার প্রতিকূলতা আর টানা বর্ষণ উপেক্ষা করে সকল ত্যাগের মহিমান্বিত এই ঈদের বৈষম্য ভুলে একে অপরের মধ্য ভ্রাতিত্ববোধ ও পরিচ্ছন্ন মানসিকতাকে প্রাধান্য দিতে পরস্পরের মধ্যে আনন্দ ভাগাভাগি করে পবিত্র ঈদ উল আযহার নামাজ আদায়ের লক্ষ্যে সকল মুসল্লীরা সমবেত হয়েছেন ঈদ জামাতে নির্ধারিত স্থান খুলনা সার্কিট হাউস ময়দানের পরিবর্তে টাউন জামে মসজিদে
ঈদুল আযাহার প্রধান জামাত সকাল ৮ টায় যথাযথভাবেই অনুষ্ঠিত হয়েছে টাউন জামে মসজিদে। ঈদ জামাতের ইমামতি করেছেন খুলনা টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সালেহ। যদিও প্রকৃতির বৈরী আচরণে গতকাল সকাল থেকেই বিরামহীন ভাবে বর্ষণে নগরীর সড়ক অলিগলি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে তবুও ধর্মপ্রাণ মুসল্লীগণ আল্লাহ পাকের বান্দারা পরম করুণাময়কে খুশি করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারে সকল শ্রেণীর মানুষেরা নামাজ আদায় করার জন্য ঈদের নামাজে উদ্বুদ্ধ হয়েছেন ।
এ সময় ঈদের প্রধান জামাতের সাথে নামাজ আদায় করেন খুলনা সিটি করর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এমপি খুলনা বিভাগীয় কমিশনার জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ জেলা প্রশাসক মোঃ ইয়াসির আরেফীনসহ প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সহ স্থানীয় নাগরিক নেতা গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক ও অরাজনৈতিক খুলনার বিভিন্ন ওয়ার্ড থেকে কমিশনারগন এই ঈদের জামাতে অংশগ্রহণ করেন ।
এ সময় নগরীর বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা বলেন মুসলিম ধর্মীয় সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল আযহা ঈদের নামাজ আদায়ের মধ্যো দিয়ে জীবনের সকল গুনাহর ক্ষমা চেয়ে আল্লাহপাকের দরবারে হাত তুলে মোনাজাত করে নিজেদের সুদরিয়ে ভ্রাতিত্ব সাম্যের ঈদ পালনই সকল মুসলমানদের কাম্য।
এই দিনে ধনী গরিব উচু নিচু বর্ণ-বিভেদে ভুলে একই কাতারে নামাজ আদায় শেষে সবাই সবার সাথে কোলাকুলি করে আগামী দিনগুলো হোক ভ্রাতিত্ব বন্ধনে সমৃদ্ধি এই কামনা করে ঈদের নামাজ আদায় করা হয়।
তারই প্রত্যয় আজ ২৯ জুন বৃহস্পতিবার খুলনা টাউন জামে মসজিদে পবিত্র ঈদ উল আযহার প্রথম জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়েছে। এবং দ্বিতীয় জামাত সকাল ৯ টায় এবং যথারীতি তৃতীয় জামাত সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে তাছাড়া খুলনার বিভিন্ন মসজিদে জামাতের মাধ্যমে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
নগরীতে যে সকল এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে রয়েছে নগরীর বসুপাড়া ইসলামাবাদ কমিউনিটি সেন্টার ঈদগাহ লায়ন্স স্কুল এন্ড কলেজ ঈদগাহ মাঠ খুলনা আলিয়া মাদ্রাসা বায়ুতুশ শরফ জামে মসজিদ খালিশপুর ঈদগাহ ময়দান জেলা পুলিশ লাইন ময়দান ডাকবাংলা জামে মসজিদ ফেরিঘাট জামে মসজিদ মতি মসজিদ মদনী মসজিদ ময়লাপোতা বাইতুল আমান জামে মসজিদ জামাতখানা মসজিদ লবণ চড়া জামে মসজি পিটিআই জামে মসজিদ দক্ষিণ টুট পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ দাদা মাছ ফ্যাক্টরি জামে মসজিদ রূপসা জামে মসজিদ খুলনাপুলিশ লাইন মসজিদ পিটিআই জামে মসজিদ আল-হেরা জামে মসজিদ কালেক্টরেট মসজিদ কাগজী বাড়ি মসজিদ বাইতুন নূর আমান জামে মসজিদ ইকবাল নগর জামে মসজিদ হেলাতলা মসজিদ রেলওয়ে জামে মসজিদ সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ। এ সকল মসজিদে যথারীতি বিভিন্ন ইমামদের ইমামতিতে নগরীর সকল ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন।
পরে সকল ঈদগাহ ও মসজিদে নামাজ শেষে ইমামসহ মুসল্লীরা পরম করুনাময় আল্লাহ পাকের দরবারে জীবনে সকল গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য দুহাত তুলে মোনাজাতের মাধ্যমে বলেছেন হে পরম করুনাময় আল্লাহ পাক আপনি পারলে নিমিষে অনেক কিছুই করতে পারেন তাই আজকের এই ঈদের নামাজের উসিলায় পৃথিবীর সকল গুনাহগারদের গুনাহ ক্ষমা করে দিয়ে বিশ্বময় এই অশান্তির হাত থেকে আপনি এই বান্দাদের মুক্তি দিন।
সাথে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও দেশ পরিচালনার তৌফিক দান করুন এবং তানার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত দান করুন আমীন।