শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতি নিধি
খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের লাউডোব গ্রামের তপক মন্ডল বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চলেছে, সবজি চাষের মাধ্যমে। তাঁর সবজির ক্ষেত এখন স্বাবলম্বী হওয়ার মুলচালিকাশক্তির আশ্রয় স্হল।
সরেজমিনেঘুরে জানাযায় ৩ নং লাউডোব ইউনিয়ন নের লাউডোব গ্রামের তপক মন্ডল ২০১৬ সালে মাস্টার্স শেষ করেছে খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের মার্কেটিং বিভাগ থেকে। চাকুরি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে তাঁর বাবার ৮৪ শতক জমির বসত বাড়িতে গড়ে তুলেছেন সবজির খামার।তাতেই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চলেছে।বর্তমানে তার খামারে ৫০০ বেগুন গাছে বেগুনের দেখা মিলেছে।২০০ বর্ষাকালীন টমেটো গাছে ফুল ও ফল আসতে শুরু করেছে। ২০০ শো অধিক উচ্চে গাছে ফল দিচ্ছে এবং প্রতি কেজি ।তাঁর সবজির ক্ষেতে প্রায় ২০০ শো অফসিজন তরমুজ গাছ আছে যা আশ্বিন মাসে বড় পূজার সময় বিক্রি করতে পারবে তখন দাম আনেক বেশী পাওয়া যাবে ।৫০ টা লাউ গাছে লাউ হচ্ছে যা ক্ষেত থেকে প্রতি পিচ ৪০- ৪৫ টাকা করে বিক্রি কারা হচ্ছে ।এছাড়াও মিষ্টি কুমড়া, ঢেঁড়শ, কাচামরিচ,পুইশাক, লালশাক,ডাটা শাক,কুসি,ধন্দুল, ঝিঙা সহ বিভিন্ন প্রজাতির সবজি চাষ করছে যাহা সবজির ক্ষেত থেকে প্রতি দিন পাইকারি ও খুচরা ব্যাবসায়ীদের কাছে বিক্রি করছে ।এ বছর খরচ বাদে ২ লক্ষ্য টাকার অধিক মুনাফা আয় হবে বলে তপক মন্ডল ধারনা করছে। জমিতে পুকুর খনন করে তার মধ্যে মাছের চাষ করছে। পাশাপাশি সবজির ক্ষেতে। নিজের পরিবারের পুষ্টির চাহিদা পুরণ করার পাশাপাশি সবজির ক্ষেতে এখন থেকে প্রতি দিন বিভিন্ন প্রজাতির সবজি বিক্রি হচ্ছে।
কথা হয় তপক মন্ডল এর সাথে, তিনি দেশ চ্যানেল কে জানান প্রতি দিন ভোর হওয়ার সাথে সাথে খামারে যাই বাড়ি লাগোয়া হওয়ায় সারাদিনই খামারে কাজ করি।চাকরির পিছনে ছুটে অযাথা সময় নষ্ট না করে খামার করেছি।আমার খামার সম্পূর্ণ রাসায়নিক মুক্ত।আমি নিজেই জৈব সার (ভার্মিকম্পোষ্ট)এবং জৈব বালাইনাশক(নিম তেল,মেহগনি ফলের নির্যাশ এবং তামাক জল) উৎপাদন করে নিজের খামারে ব্যাবহার করে নিরাপদ সবজি উৎপাদন করার চেষ্টা করছি।আমার সবজিরক্ষেতে থেকে প্রতি দিন বিভিন্ন প্রজাতির সবজি বিক্রি হচ্ছে তাতে আমি এ মৌসুমে খরচ বাদে ২ লক্ষ টাকার বেশী টাকা লাভ করবো এতে কোন সন্দেহ নেই। এছাড়া আমি দাকোপ উপজেলা কৃষি অধিদপ্তর থেকে কর্মকতাদের পরামর্শ ও সহায়তা প্রদান আমার সবজির চাষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এব্যাপারে কথা হয় দাকোপ উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম এর সাথে তিনি বললেন তপক মন্ডল সবজির ক্ষেতে করার জন্য প্রথমে সবজি
চাষের উপর(পুষ্টি বাগ) ট্রেনিং নিয়েছে। তারপর সবজির ক্ষেতে কাজ শুরু করেছে। বর্তমানে তাঁর সবজিক্ষেত থেকে প্রতিদিন ভিন্ন প্রজাতির সবজি বিক্রি হচ্ছে এবং সে লাভবান হবে। তাঁর দেখা দেখি যে, কেউ চাইলে শুরু করতে পারে, তাদেরকেও সহযোগিতা অবশ্যই করবো।