বেড়া উপজেলা প্রতিনিধি:
বুধবার ১৮/০৯/২০২৩, পাবনা বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নে পথের দিশারী কনফারেন্স রুম এ (PDKS) বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর আয়োজনে ও কোর গ্রুপ (ইউএসএ) এর সহযোগিতায় ইম্প্রোভিং, সেক্সচুয়াল, রিপ্রোডাক্টিভ, ম্যাটার্নাল, নিউবর্ন, চাইল্ড এন্ড এডোলেসেন্টস হেলথ (এসআরএমএনসিএএইচ) প্রকল্প এর আওতায় নারী অধিকার, লিঙ্গবৈষম্য এবং সরকারি নীতিমালা শীর্ষক শিরোনামে এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
ব্রেড পাবনা জেলার বেড়া এবং সুজানগর এই দুই উপজেলায় ছয়টা ইউনিয়ন নিয়ে তারা স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করছে।
আজকের কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বেড়া, পাবনা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সহকারী শিক্ষক, নাকালিয়া সাড়াসিয়া বনিক উচ্চ বিদ্যালয়।
সমাজসেবা কর্মকর্তা
মো:রফিকুল ইসলাম সাহেব নারীদের সরকার প্রদত্ত বিভিন্ন অধিকার সমূহ আলোচনা করেন। এছাড়াও তিনি নারী অধিকার রক্ষায় সরকার প্রদত্ত যাবতীয় সুযোগ-সুবিধা দানের আশ্বাস প্রদান করেন। এবং যেকোনো প্রয়োজনে ১০৯, ৯৯৯ এই নাম্বারে বিনামূল্যে কল দিয়ে সমাজ সেবা বিষয়ক যাবতীয় সেবা গ্রহণের সবাইকে উদ্বুদ্ধ করেন। এছাড়াও তিনি থ্যালাসেমিয়া, ক্যান্সার, জন্মগত শিশুর হৃদরোগ সহ মোট ৬ টি রোগের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এভাবে সহায়তা প্রদান করে থাকে, তিনি সেই সেবা ব্রেড এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য অঙ্গীকার করে।
জনাব আনোয়ারুল ইসলাম বৈষম্য সৃষ্টির জন্য অজ্ঞতাকে অনেকাংশে দায়ী করেন। তিনি বলেন অধিকার সম্বন্ধে সচেতন হতে হবে এবং যথাযথ জ্ঞান অর্জন করতে হবে। এ ব্যাপারে তিনি নৈতিক শিক্ষাকে জরুরী বলে মনে করেন। তিনি আরো বলেন সমাজের কুসংস্কার ও অসংগতি তুলে ধরে সামাজিক সচেতনতার প্রতি যথাযথ গুরুত্ব প্রদান করতে ব্রেড প্রতিষ্ঠানকে অনুরোধ করেন। এবং ব্রেড এর সচেতনতা সৃষ্টির বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন জনাব মোঃমনিরুল ইসলাম, (প্রকল্প সমন্বয়কারী এসআরএমএনসিএএইচ প্রকল্প, ব্রেড)।
তিনি প্রজেক্টর এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ছোট ছোট ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও তিনি পরিবার ও সমাজ কর্তৃক নারীরা যে লিঙ্গবৈষম্যর শিকার হন তার বাস্তব চিত্র বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
উক্ত কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফিল্ড অর্গানাইজার এ,এইচ,এ,গিফারী।
আরো উপস্থিত ছিলেন ব্রেড এর ফিল্ড অর্গানাইজার মারুফ খাতুন।