ঢাকাThursday , 26 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বেড়ায় সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

    দেশ চ্যানেল
    September 26, 2024 2:15 pm
    Link Copied!

    -আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধিঃ

    বেড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে ২৬ সেপ্টেম্বর, ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় চলতি মাসের আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বেড়া পৌরসভার প্রতিনিধি, উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, বেড়া মডেল থানা ও আমিনপুর থানার প্রতিনিধিদ্বয়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সমিতির সাধারণ সম্পাদক এবং বেড়া প্রেসক্লাবের সভাপতি, মোঃ আব্দুল হান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন।

    বেড়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ, জনাব হাফেজ মোহাম্মদ আবদুস সালাম বলেন যে, অতি সম্প্রতি একজন ইভ টিজার কে আটক করে থানায় খবর দেয়া হলেও পুলিশ না আসায় অধ্যক্ষ তার অসন্তুষ্টি প্রকাশ করেন। অধ্যক্ষের প্রশ্নের উত্তরে বেড়া মডেল থানা প্রতিনিধি জানান যে , ওই দিনকে থানার দুটি গাড়ি নষ্ট হয়ে পড়েছিল বিধায় তাদের পক্ষে আসা সম্ভব হয় নাই। জনাব সুবল রায়, সাধারণ সম্পাদক, বেড়া উপজেলা পূজা উদযাপন কমিটি জানায় যে, বেড়া এবং আমিনপুর থানা মিলিয়ে এবার ৫৫ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অতীতের মত এবারেও প্রশাসনের সহায়তায় ভালোভাবে পূজার কার্যাদি সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইসলামী ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার, তিনি তার বক্তব্য বলেন যে, বিদ্যুৎ বিল নিয়ে বেড়া মডেল মসজিদের সমস্যা হচ্ছে। একদিকে ঠিকাদার এখনো মসজিদ উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে নাই, অন্যদিকে বিদ্যুৎ বিল পরিশোধ করার মত যথাযথ ফান্ডও হাতে না থাকায় তিনি উপজেলা প্রশাসনের সহায়তা কামনা করেন। ডিজিএম পাবনা পল্লী বিদ্যুৎ -২, তার বক্তব্যে জানান যে, প্রায় দেড় লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করবার জন্য পরামর্শ দেন।

    বেড়া আলহেরা একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব হাকিমুল কবির তার বক্তব্যে জানান যে, নদীর ওপার থেকে শতাধিক ছাত্র-ছাত্রী বেড়া আল-হেরা একাডেমীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। ছাত্র-ছাত্রীরা প্রতিদিন নদী পারাপারের ক্ষেত্রে ভাড়া নিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের কাছে সাহায্য প্রার্থনা করেন।

    অন্যদিকে বেড়া সমাজ কল্যাণ কর্মকর্তা জনাব আব্দুল মোতালিব সাহেব তার অফিসে আগত একজন চাইল্ড অফিসার কে পরিচয় করিয়ে দেন। চাইল্ড অফিসার জানান যে, ইউনিসেফ এর পক্ষ থেকে বেড়া উপজেলায় বিভিন্ন জায়গায় তিনি কাজ করছেন শিশুদের স্বাস্থ্য ও সুযোগ-সুবিধা নিয়ে। তার মাধ্যমে ইউনিসেফ এর প্রদত্ত সকল সুযোগ সুবিধা পাওয়া যাবে।

    বেড়া মডেল থানা প্রতিনিধি এবং আমিনপুর থানায় আগত নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের থানাধীন এলাকার আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

    সভা সমাপ্তির শেষ পর্যায়ে বেড়া প্রেসক্লাবের সভাপতির এক প্রশ্নের জবাবে জনাব মোঃ মোরশেদুল ইসলাম, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান যে, ইভটিজিং এর মত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে থানায় এবং প্রয়োজনের ট্রিপল নাইনে (৯৯৯) এ ফোন করা যাবে।তারপর প্রয়োজন অনুযায়ী বা চাহিদা অনুযায়ী পুলিশের অনুরোধে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করবেন। আরো এক প্রশ্নের জবাবে তিনি জানান যে, বেড়া মঞ্জুর কাদের মহিলা কলেজের অধ্যক্ষ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং কাজিরহাট হাই স্কুলের হেডমাস্টার কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং তিনি এও আশা করেন যে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সামান্য কিছু সমস্যা থাকলেও খুব দ্রুতই ঠিক হয়ে যাবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST