মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় বোদা প্রতিনিধি।
আজ সকাল ১১ টায় বিপুল উৎসাহ উদ্দীপনা রেলির মাধ্যমে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়। আজ ৭১ তম বিশ্ব কুষ্ঠ দিবস।পৃথিবীর প্রাচীনতম রোগ সময়ের মধ্যে কুষ্ঠ রোগ অন্যতম, পবিত্র কোরান মজিদে কুষ্ঠ রোগের কথা উল্লেখ আছে। সে সময় কুষ্ঠ রোগের কেউ কারণ জানতো না, ফলে কার্যকরী কোন চিকিৎসাও ছিল না, তখন কুষ্ঠ রোগীরা ভিতিকর অবস্থায় বিকলাঙ্গতা নিয়ে জীবন যাপন করত। ১৯৫৩ সাল থেকে জানুয়ারি মাসের শেষ রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়ে আসছে। রেলি শেষে বোদা হাসপাতালে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ডাক্তার মোঃ লুৎফুল কোবীর,U H & F P O. অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ডাক্তার মোঃ জাহিদ হাসান R M O.ডাক্তার মোঃ সোহেল M O D C. মোঃ গোলাম রহমান H I.মোছা মরিয়ম আক্তার, R A. মোছাঃ শিউলি আক্তার T C S.মোঃ রেজাউর রহমান T L C A. মোছঃ শাহানা জেসমিন H A. মোছাঃ শেলিনা আক্তার H A.সহ বোদা হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় ডাক্তার লুৎফুল কবীর মহোদয়উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন কুষ্ঠ রোগ আর ভয় নয় চিকিৎসার মাধ্যমে কুষ্ঠ রোগ ভালো হয়, বাংলাদেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে, জেলা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে কুষ্ঠ রোগের চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।