মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদা উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ বিলের নানা রকম অভিযোগ উঠেছে। অনেক গ্রাহকের বিদ্যুৎ বিলের সাথে মিটার রিডিং এর কোন মিল নেই। পল্লী বিদ্যুতের একজন গ্রাহক গণমাধ্যম কর্মীদের জানান প্রতিমাসে আমার বিদ্যুৎ বিল আসে সর্বোচ্চ ২০০ থেকে ৩০০ টাকা এবার বিল এসেছে ৭০০ টাকা।এরকম অতিরিক্ত বিলের আরো অনেক অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যারা মিটারের রিডিং লেখে তাদের নিজের খেয়াল খুশি মতো বিল তৈরি করে এবং গ্রাহকরা অতিরিক্ত বিল হওয়ার কারণে বিদ্যুৎ অফিসে গেলে নানারকম হয়রানির শিকার হতে হয়।একজন পল্লী বিদ্যুতের গ্রাহক বলেন মিটার ভাড়া এবং সার্ভিস চার্জ আমি ৩০ বছর ধরে দিয়ে আসতেছি এ বিষয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করা দরকার। গত ১৫ দিন আগে পল্লী বিদ্যুতের পর্যাপ্ত লোডশেডিং ছিল বর্তমানে দুদিন ধরে লোডশেডিং একটু কমেছে, অতিরিক্ত বিলের বিষয়ে পল্লী বিদ্যুতের এজিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অতিরিক্ত বিলের যে বিষয়টি বলেছেন এটা অনেক সময় আমাদের কারিগরি সমস্যার কারণে হতে পারে, যেহেতু এটা একটা যান্ত্রিক জিনিস অনেক সময় সমস্যা হয়ে থাকে।গ্রাহকরা অতিরিক্ত বিলের বিষয়ে আমাদের জানালে আমরা উক্ত গ্রাহকের মিটার পরিবর্তন করে দিব এবং অতিরিক্ত বিলের বিষয়টি মিটারে রিডিং দেখে সমাধানের চেষ্টা করব।