মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদা উপজেলা বোদা পাথরাজ সরকারি কলেজের পিছনে পাথরাজ বাঁধের নদীর পানি বেড়েই চলেছে। দুদিনের টানা বৃষ্টির ফলে নদী নালা খাল বিল আবাদি জমি বন্যার পানিতে ডুবে গেছে। কলেজপাড়ার বাসিন্দা তাহের গণমাধ্যম কর্মীদের জানান দুদিন ধরে টানা বৃষ্টির ফলে আমরা খুবই কষ্টে আছি, অনেক ধানক্ষেত পানির নিচে ডুবে আছে গবাদি পশু নিয়ে খুবই কষ্টে আছি। আমাদের পাথরাজ বাঁধের ব্রিজ না থাকার কারণে প্রায় দশ একর জমি বন্যার পানিতে তিন দিন ধরে ডুবে থাকে এতে করে ফসলের অনেক ক্ষতি হয় পোকার উপদ্রব্য বেড়ে যায় তাই পাথরাজ বাঁধের ব্রিজ টি হলে আমাদের গ্রামবাসীর অনেক উপকার হবে। কলেজ পড়ার বাসিন্দা ফিরোজ জানান নদীর ধারে আমার চার পাঁচ বিঘা জনি আছে একটু বৃষ্টি হলেই আমার ধান খেত পানিতে ডুবে যায় এতে আমার অনেক ক্ষতি হয় ব্রিজ টি হলে আমাদের সকলের অনেক উপকার হবে। পাথরাজ বাঁধের ব্রিজ টি না থাকার কারণে দুদিন মুষলধারে বৃষ্টি হলে কলেজপাড়া, ইসলামবাগ, ঝিনুক নগর বন্যার পানিতে তলিয়ে যায় এতে করে আমরা পরিবার প্রয়োজন নিয়ে অনেক কষ্ট করতে হয়।