মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় বোদা প্রতিনিধি।
গতকাল সকাল দশটায় পাথরাজ নদী পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার মেয়র মহোদয়,এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন অতিসত্বর পাথরাজ নদীর ব্রিজের কাজ শুরু হবে, উক্ত সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মোঃরাশেদুল ইসলাম উপবিভাগীয় প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড বোদা পঞ্চগড় মোঃআবু সুফিয়ান উপসহকারী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ইয়াহিয়াউল হক জমাদর,পাথরাজ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, পাথরাজ সরকারি কলেজের প্রভাষক মোঃ আলতাব হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন, এ সময় পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ বলেন ৪৫ পারছেন ছাত্র-ছাত্রী নদী পার হয়ে অনেক কষ্ট করে কলেজে আসে এবং বর্ষা মৌসুমে ছাত্র-ছাত্রীদের নদী পারাপার হতে অনেক সময় লাগে তারা সময় মত কলেজে উপস্থিত হতে পারে না। কলেজপাড়ার বাসিন্দা মোঃ বছির উদ্দিন গণমাধ্যম কর্মীদের জানান, বর্ষা মৌসুমে নদী ভরাট হয়ে গেলে ৫/৭ একর ফসলি জমি ৪থেকে ৫দিন পানিতে ডুবে থাকে এতে করে অনেক ধান পচে যায় ক্ষয়ক্ষতি হয়।এলাকাবাসী জানায় পাথরাজ নদীর উপর ব্রিজ হয়ে গেলে অনেক কৃষকের উপকার হবে।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                