নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:
সরকারি ব্রিজ ও খালের মুখ দখল করে দোকান নির্মাণ করায় পানি প্রবাহিত হতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খোর্দ্দ শিয়ালকোল (কলির মোড়) এলাকায় ব্রীজ ও সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণ করছে প্রভাবশালী ইদ্রিস আলীর পুত্র হেলাল উদ্দিন।
গতকাল ওই এলাকার বাচ্চু তালুকদার সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) একজন প্রভাবশালী সরকারি জায়গা দখল করে কিভাবে বাড়ি বা মার্কেট তৈরী করতে পারে তার প্রতিকার চেয়ে ছবি প্রকাশ করেন। প্রকাশ্যে অবৈধভাবে সরকারি জায়গা দখল ও কৃষি জমিতে পানি প্রবাহের গতিবিধি পরিবর্তন করে বাড়িঘর, মার্কেট নির্মান করার ঘটনা ঘটে বলে উল্লেখ করেন।
শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে ঘটনাস্থলে গিয়ে ব্রিজ ও খালের মুখ বন্ধ করে দোকান নির্মাণের ঘটনার সত্যতা পাওয়া গেছে। (২৪ ফেব্রুয়ারী) সকালে ঘটনাস্থলে গিয়ে ব্রিজ ও খালের মুখ বন্ধ করে দোকান নির্মাণের ঘটনার সত্যতা পাওয়া গেছে।
জানা যায়, গ্রামীন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আড়িয়ামোহন-কালিয়াহরিপুর রাস্তায় বেশ কয়েকটি কালভার্ট ব্রীজ রয়েছে। খোর্দ্দ শিয়ালকোল (কলিরমোড়) ও চরপাড়া ২০০৭ সালের বন্যায় মানুষের চলাচলের একমাত্র ব্রীজটি ভেঙ্গে যায়। কৃষিতে জমিতে পানির ব্যবহার ও যাতায়াতের সুবিধার্থে সরকার কোটি টাকা খরচ করে ব্রীজটি পুনরায় নতুন করে নির্মান করেন। ব্রীজের জায়গা দখল করে মার্কেট নির্মান বিষয়ে এলাকার গৃহবধু মমতা জানান, হেলাল উদ্দিন একজন পোল্ট্রি ব্যবসা করে তার আজ কোটি কোটি টাকা। উনি একজন বড় মাপের মানুষ। যার টাকা আছে সে সব কিছুই করতে পারে।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ব্রীজের মুখ বন্ধ করে অবৈধ প্রক্রিয়া অবলম্বন করে সরকারি জায়গা দখল করে কৃষি জমিতে পানি প্রবাহে বিঘ্ন ঘটবে এমনটা হতে পারে না। দ্রুত পদক্ষেপ গ্রহন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
এ বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. হাছান আলীকে মুঠোফোনে ফোন করা হলে তিনি রিসিভ করেন নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ সেলিম রেজা বলেন, শুধু খাল ও ব্রিজ নয়, বাজারের আশপাশও প্রভাবশালীরা দখল করে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে যাচ্ছে। এতে সরকারের লাখ টাকা রাজস্ব ফাঁকি হচ্ছে।