ভালুকা ((ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় ৩ টি নবনির্মিত রাস্তার শুভ উদ্ধোধন করা হয়েছে। ধীতপুর ইউনিয়নের দেলিয়া পাড়া, ভরাডোবা ও বিরুনিয়া ইউনিয়নে ওই রাস্তা তিনটি এইচবিবি নবনির্মিত রাস্তা উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম. এ. ওয়াহেদ।
১৪ মে মঙ্গলবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ( ডিডিএম ) গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ( টি.আর) কর্মসূচির আওতায় ওই তিনটি নবনির্মিত রাস্তা উদ্বোধন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আলীনুর খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাইমা তাবাসসুম শাহ, ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার, ধীতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ছানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালি ও ইফতেখার আহাম্মেদ সুজন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রিয়াদ রাহাত প্রমূখ।