ঢাকাMonday , 27 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় ১৪ মাস পর বিএনপিতে ফিরলেন ফখরুদ্দিন আহামেদ বাচ্চু।

দেশ চ্যানেল
October 27, 2025 12:36 pm
Link Copied!

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় দীর্ঘ ১৪ মাস পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে ফিরলেন জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক ফখরুদ্দিন আহামেদ বাচ্চু।

দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তার বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে এক শুভেচ্ছা মিছিল করেছে বাচ্চু সমর্থিত ভালুকা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুভেচ্ছা মিছিলটি ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠেই এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়।

মিছিলে বক্তারা বলেন, “আমরা ফখরুদ্দিন আহামেদ বাচ্চুকে ফিরে পেয়ে আনন্দিত। ভালুকা রাজনীতিতে তার বিকল্প নেই। তিনি সবসময় তৃণমূলের নেতা-কর্মীদের পাশে থেকেছেন এবং আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।”

কৃতজ্ঞতা জানিয়ে ফখরুদ্দিন আহামেদ বাচ্চু বলেন, “আমার কোনো পদ-পদবি না থাকলেও আপনারা আমাকে যে ভালোবেসেছেন, যে সংগ্রাম করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য যারা পরিশ্রম করেছেন, আমি তাদের জন্য জীবনের তাজা রক্ত দিয়েও চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”

আরও বলেন, “আজ আমাদের দিনটি বিজয়ের নয়, উল্লাসের নয় আজ কেবল শুভেচ্ছা ও কৃতজ্ঞতার দিন। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, বিএনপিকে শক্তিশালী করব এবং জনগণের অধিকার ফিরিয়ে আনব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST