ভেড়ামারা প্রতিনিধি –
২য় ধাপে অনুষ্টিত কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল মুকুল ঐতিহাসিক পদযাত্রা’র মাধ্যমে ডোর ডোর ভোট প্রার্থনার কাজ শুরু করেছেন। গতকাল শনিবার বিকাল ৫টায় ভেড়ামারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের গেট থেকে শহরের ব্যবসায়ীদের উদ্দ্যেশে এই পদযাত্রা শুরু হয়। এসময় তিনি ব্যবসায়ীদের সাথে করমর্দন করে কুশল বিনিময় করেন এবং আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে তার প্রতি অকুন্ঠ সমর্থন জুগিয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন। মুকুল’র ঐতিহাসিক পদযাত্রার সংবাদ ছড়িয়ে পড়লে, পরিবর্তনের আশায় ক্লিন ইমেজের রাজনৈতিক মুকুলের প্রতি নিরঙ্কুশ সমর্থন জানিয়ে রাস্তায় নেমে আসে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রায় সহ একাধিক মানুষ পদযাত্রায় অংশ নেয়। পদযাত্রায় অংশ নেন, ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান, প্রায় ৫৫ জন ইউপি সদস্য, পৌরসভার ১২ কাউন্সিলর’র মধ্যে ১০ জন কাউন্সিলর, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
পদযাত্রার শুরুতেই সাংবাদিকদের আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেন, দলমত নির্বিশেষে জনগনের দাবীর প্রেক্ষিতে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছি। দল এবং ভেড়ামারার জনগন আমার সাথে রয়েছে। পরিবর্তনের আশায় ভেড়ামারাবাসী আমাকে নিরংকুশ সমর্থন জুগিয়ে যাচ্ছে। আমি ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে, উন্নয়ন, সুশাসন, সমৃদ্ধি এবং দূর্নীতিমুক্ত ভেড়ামারা উপজেলা পরিষদ গড়ে তুলবো।