ঢাকাThursday , 9 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ভোটের মাধ্যমেই জনসমর্থন প্রমান হবে…খাদ্যমন্ত্রী 

    দেশ চ্যানেল
    November 9, 2023 11:44 am
    Link Copied!

    মোঃ আব্দুল আজিজ, প্রতিনিধি নিয়ামতপুর নওগাঁ

    বিএনপির উদ্দেশ্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অস্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভয় দেখিয়ে লাভ নেই।ভোটের মাধ্যমে জনসমর্থন প্রমান হবে।সাহস থাকলে নির্বাচনে আসুন।

    আজ বৃহস্পতিবার দুপুরে শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন মাঠে হাজীনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।
    খাদ্যমন্ত্রী বলেন, উন্নয়নের কারনে গ্রাম এখন শহর হয়েছে।বিভিন্ন রাস্তা ঘাট হয়েছে।মানুষের কর্মসংস্থান হয়েছে।কেউ না খেয়ে থাকে না।এমনকি পান্তাও কেউ খায়না।ভাতের অভাব এখন নেই।দেশে খাদ্যের অভাব নেই,বিদেশে খাদ্য আমরা রপ্তানি করবো ভবিষ্যতে।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৩ বছরের লড়াই সংগ্রাম ছিল মানুষের মুক্তির জন্য।দেশের স্বাধীনতার জন্য তিনি জীবন দিয়েছেন।

    যে বৃদ্ধরা শেষ বয়সে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকতো।কোন কোন ছেলে মেয়েরা হয়তো বাবা মায়ের পাশে থাকতো না।সেসকল বৃদ্ধ মানুষের পাশে ভাতা নিয়ে দাড়িয়েছে সরকার। একইভাবে বিধবাভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা দিয়ে ও খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে ১৫ টাকা করে চাল দিয়ে অসহায় মানুষের পাশে আছে শেখ হাসিনার সরকার।
    করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদের দেশের জন্য অভিশাপ।এটার জন্য আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। করোনার সময় শেখ হাসিনা সবার জন্য প্রণোদনা দিয়েছেন।দল হিসাবে আওয়ামী লীগও মানুষের পাশে ছিল সেসময়ে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ আবার উন্নয়নের পথে হাটবে বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী ।

    বিএনপি ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয় না।বিএনপির নেতাকর্মীদের বিএনপি ত্যাগ করার আহবান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, মিছামিছি দাড়িয়ে থেকে লাভ নেই।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST