সুলাইমান পোদ্দার স্টাফ রিপোর্টার (ভোলা)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ভোলা-০৩ (লালমোহন – তজুমদ্দিন) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী,বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
সোমবার দুপুর ১২ টার দিকে তজুমদ্দিন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রক্রিয়ায় অংশ নেন।
এর আগে মনোনয়নপত্র দাখিল উপলক্ষে তজুমদ্দিন উত্তর বাজার জামে মসজিদে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু বলেন, আমরা আশা করছি নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত নেতারা জানান, ভোলা ৩ আসনে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি মনোনীত প্রার্থী মেজর হাফিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।

