মধ্যপাড়া পাথর খনি নবাগত শ্রমিক হামলার শিকার ।

Spread the love

মো. মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর মধ্যাপাড়া পাথর খনি শ্রমিকের উপর হামলাই গুরুতর আহত এক জন ।

সোমবার ২১ আগস্ট পেট্রোল বাংলা কোম্পানির আন্ডারে আউটসোর্সিংয়ে ৪২ জনকে ঢাকায় পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়।

নিয়োগ প্রার্থীরা সকালে মধ্যে পাড়া পাথর খনিতে জয়েন্ট করতে গেলে জৈনিক স্হানীয় কিছু প্রভাবশালী লোকদের প্রার্থীদের নিয়োগ না দেওয়ায় । নবাগত প্রার্থীদের উপর হামলা চালায় এতে অনেকে আহত ও এক জন গুরুতর আহত হন ।

মধ্যা পাড়া গুড়গুড়ি গ্রামের মফিজুল হকের ছেলে মো. মোস্তাফিজার রহমান গুরুতর আহত হন। বর্তমান তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন । ছেলের বাবা মফিজুল হকের সাথে কথা বললে তিনি বলেন, আমার ছেলেকে বিনা অপরাধে যারা হামলা করেছে। তাদের শাস্তির দাবি জানাই। বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাছে জোর দাবি জানাই দুর্নীতিবাজ প্রভাবশালীদের খুঁটির জোর কোথায় তা উন্মোচন করেন। এই প্রভাবশালী মহলের অত্যাচার ও দিন দিন বেড়েই চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *