আয়নাল হক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে ৪ নং সদর ইউনিয়নের চর বামুনের চর গ্রামে কৃষকদলের সভাপতি আজাহার রহমানের নিজ বাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের রৌমারী উপজেলা শাখা আয়োজনে বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি বিকাল ১টার সময় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের সাংস্কৃতিক সম্পাদক ও রৌমারী মহিলা দলের উপজেলা সিনিয়র সহ-সভাপতি মমতাজ হোসেন লিপি। ছিন্নমূলের অনেক মানুষকে জানান, ছিন্নমূল ও গৃহহীন অনেক অসহায় লোকের শীতবস্ত্র নেই। শীতে রাস্তার পাশে-ফুটপাতে তারা অনেক কষ্টে রাত্রি যাপন করেন।
তিনি বলেন, রাতে চিলমারী রাজিব পুর ও রৌমারী রাস্তায় রাস্তায় ঘুরে ফুটপাতে ঘুমানো বাস্তুহারা অসহায় দুস্থ ১ হাজার লোকের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। শীতে মানুষ অনেক কষ্ট করছে। আমরা ঘুরে ঘুরে রাস্তায় থাকা মানুষজনকে কম্বল পৌঁছে দিয়েছি। এতে কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : সহ – সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি। হালিমা খাতুন লুসি,
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক কামরুজ্জামান বাবু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবুল হাশেম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ইসা,উপজেলা সদর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আজাহার আলী, শৌলমারী ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম, বন্দবেড় ইউনিয়ন কৃষক দলের আহবায়ক রমিজ মন্ডল, চরশৌলমারী ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবুল হাশেম জোদ্দার,সদর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা দলের সদস্য শিল্পী আক্তার, সহ উপজেলস কৃষক দলের বিভিন্ন ইউনিয়নের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দু।