মাইসছড়িতে ভূমি বেদখল প্রতিবাদে ভুমি রক্ষা কমিটির সমাবেশ

Spread the love

রুপম চাকমা বাঘাইছড়ি

মাইসছড়ি ইউনিয়নে বহিরাগত সেটলার কর্তৃক ভূমি বেদখল চেষ্টার প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৪ জুলাই ২০২৩) বেলা ২টার সময় মহালছড়ি ভূমি রক্ষা কমিটি এ বিক্ষোভের আয়োজন করে।

এতে ভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে মাইসছড়ির জয়সেন পাড়া ও বদানালা এলাকায় সেনা ও প্রশাসনের প্রত্যক্ষ মদদে বহিরাগত সেটলার বাঙালিরা পাহাড়িদের ভূমি বেদখলের প্রচেষ্টা চালাচ্ছে। তারই অংশ হিসেবে গত ২১ জুলাই দুপুরে মো. আব্দুল লতিফ নামে এক বহিরাগত সেটলার একদল সেনা সদস্যকে সাথে নিয়ে বদানালা গ্রামে পাহাড়িদের ভূমি বেদখল ও ঘরবাড়ি ভেঙে দেয়ার চেষ্টা চালিয়েছে। ইতোপুর্বে বহুবার সেটলাররা পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের মতো ঘটনা সংঘটিত করেছে। কিন্তু এসব ঘটনার কোন বিচার হয়নি।

তারা বলেন, আমাদের নিজেদের ভূমি ভোগদখল করার অধিকার রয়েছে। তাই আমরা প্রাণ দিয়ে হলেও আমাদের ভূমি রক্ষা করবো।

বিক্ষোভ থেকে ভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দ অবিলম্বে মাইসছড়িসহ মহালছড়ি উপজেলায় ভূমি বেদখল প্রচেষ্টা বন্ধ করা, বেদখলকৃত ভূমি ফেরতদান ও সেটলার বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে পুনর্বাসনের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *