রাজু আহমাদ, শালিখা (মাগুরা) প্রতিনিধি :
মাগুরা ০১ (মাগুরা সদর ও শ্রীপুর) আওয়ামী লীগের পক্ষে অলরাউন্ডার ক্রিকেট তারকা সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মাঝি হিসেবে মনোনয়ন পাওয়ায় মাগুরা ও শ্রীপুর উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ ,সাধারণ জনগণ ও ক্রিকেট প্রমিরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন স্তরের মানুষ।
বুধবার বার (২৯শে নভেম্বর ২৩ইং) দিন ব্যাপী মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভিড় জমায়। দুপুরে ঢাকা থেকে মাগুরায় নিজ বাড়িতে আসার পথে কামারখালী থেকে গাড়ি বহরে হাজার মানুষের ঢল দেখা যায় । সাকিব আল হাসানকে তার বাড়ির সামনে উপজেলার, আওয়ামী লীগ, যুবলীগ ,কৃষক লীগ,শ্রমিক লীগ, ছাত্র লীগ সহ সাধারণ মানুষ উপস্থিত থেকে আনন্দে ফুল ও ফুলের মালা দিয়ে অভিনন্দন জানিয়েছেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অলরাউন্ডার ক্রিকেট তারকা সাকিব আল হাসান মনোনয়ন পেয়েছেন ।রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৯৮ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। মাগুরার সদরের ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসন।গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তপশিল ঘোষণা করেন। তপশিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।