মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে পানিতে পড়ে দুই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার তারপাড়া মোসলেবাদ আইগেনী পাড়ার নিজ বাড়ীর পাশেই ডোবার পানিতে পড়ে ওই শিশুর মৃত্যু হয়।
নিহত শিশুটি ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী বাদশা মিয়ার মেয়ে তাসনিয়া (২)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় তারপাড়া মোসলেবাদ আইগেনী পাড়া গ্ৰামের বাদশাহ মিয়ার মেয়ে তাসনিয়া (২) মারা যাওয়ার দুই ঘণ্টা আগে নিখোঁজ ছিল।
শিশুটির বাবা বাদশা মিয়া দীর্ঘ দিন যাবৎ প্রবাসে আছেন।
শিশুটির মা পাশের বাড়িতে ধান শুকানোর কাজ করছিলেন। শিশুটি বাড়ীর আঙ্গিনায় খেলতে খেলতে বাড়ির পাশে ডোবার পানিতে গড়ে পড়ে যায়। দীর্ঘক্ষন খুজা খুজির এক পর্যায়ে মসজিদের মাইকে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। এর ঘন্টা দুয়েক পরেই বাড়ীর পাশেই ডোবায় শিশুটির মৃতদেহ ভেসে ওঠে ।
শিশুটির মৃত্যুকে ঘিরে পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নিহতের চাচা রিপন ও দাদা জলিল জানান তাসনিয়া কে বাড়ীর আঙ্গিনায় খেলতে দিয়ে তার মা অন্যবাড়ীতে ধান শোকাতে গেছে এসে দেখে নাই। খোঁজা খুঁজি এবং মাইকিং করার পর বাড়ীর সাথেই ডোবায় শিশুটির মৃতদেহ ভেসে ওঠে।

