মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মানবতা ও আর্দশ সমাজ গঠনে আমাদের বাংলাদেশ তারুণ্যের অহংকার তারেক রহমানের এ স্লোগানে শুক্রবার বিকাল ৪ টায় নিশ্চিন্তপুর আলিম মাদ্রাসা মাঠে এ বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদারের সভাপতিত্বে ও মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিল্লাত সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ছাত্রদলের সাবেক সফল সভাপতি মোখলেছুর রহমান মোখলেস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোরাদুজ্জামান মুরাদ,বিএনপি নেতা দুলু সরকার, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি বাবুল মিয়া ও সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা, ইউনিয়ন বিএনপি’র যুব ও ক্রীড়া সম্পাদক মুকুল মিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি সুজন মিয়া, মাদারগঞ্জ এ,এইচ, জেড সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক শামিম আহমেদ ।
এ সময় ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আনোয়ার হোসেন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান মন্ডল সহ ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অত্র মাদ্রাসা প্রাঙ্গনে ফলদ,বনজ এর চারাগাছ রোপন করেন অতিথিবৃন্দরা।