মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা,৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন আয়োজিত অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েদা খানম লিজা, কৃষি অফিসার মোঃ শাহাদুল ইসলাম, সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ছোয়া প্রমূখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞান মেলায় ১০ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক। তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা’য় আইসিটি ইঞ্জিনিয়ার নূর আলম প্রজেক্টরের মাধ্যমে সাইবার অপরাধ সম্পর্কে সকলকে অবগত করেন।