মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারকচক্র। বয়স্ক,প্রতিবন্ধী, বিধবা মহিলাদের টার্গেট করছে এই প্রতারকচক্র। একটি ফরম আকারের লিফলেটে ভুক্তভোগীদের নাম,পিতার নাম,মাতার নাম ও ঠিকানা লিখে তাদের হাতে ধরিয়ে দিয়ে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে এ প্রতারকচক্র। ফরম টিতে উল্লেখ্য আছে সার্বিক সহযোগিতায় জেস ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তালিকা হবে। দুটি মোবাইল নম্বর দেওয়া আছে ০১৮৬২- ৩৯২০১৬/ ০১৯১৭-১৪৫৭২১ বন্ধ পাওয়া যায় এবং যাদের নির্দিষ্ট কোন অফিস বা ঠিকানা নেই। জানা গেছে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়ন,আদারভিটা,সিধুলী ইউনিয়নের বেশ কিছু এলাকার প্রায় অর্ধ শতাধিক সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হচ্ছে ২ সদস্যের মোটরসাইকেল আরোহী প্রতারকচক্র। উপজেলার তারতাপাড়া এলাকার আবুল হাসেম, তাছির মন্ডল, দুধিয়া গাছা এলাকার আব্দুল হক কারী, চর লোটাবর এলাকার রিতু আক্তার ও জগলু মন্ডল, পোড়াবাড়ি গ্রামের শারীরিক প্রতিবন্ধী মোছাঃ লাইলী বেগম সহ প্রায় অর্ধ শতাধিক সাধারণ মানুষের কাছ থেকে বিদেশি সংস্থা সৌদিআরব সিসিডিবি এর বরাত দিয়ে এবং তাদের নির্ধারিত ফরমে আর্থিক অনুদান দিবে এই মর্মে তথ্যাদি নিয়ে ১ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এবং তাদেরকে বলছে আগামী সপ্তাহে উপজেলা সমাজসেবা অফিস থেকে ২০,২৫ হাজার টাকা নিয়ে আসবেন। তারতাপাড়ার আবুল হাসেম বলেন অপরিচিত ২ জন লোক মোটরসাইকেলে এসে প্রথমে আমাদের নাম,পিতা ও মাতার নাম এবং ঠিকানা বলে তারা বয়স্ক নামের কথা বলে সঞ্চয় বাবদ ৬ হাজার টাকা দাবী করে এবং ৬ হাজার টাকা হাতে দেই তারপর তারা বলে আগামী সপ্তাহের রোববারে উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে ২৫ হাজার টাকা নিয়ে আসবেন। বয়স্ক,প্রতিবন্ধী, বিধবা মহিলাদের টার্গেট করে এরকমভাবে সবাইকে বলে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক বলেন এ সংস্থার কার্যক্রম বিষয়ে তিনি এবং তার অফিস অবগত নন। তিনি প্রতারক চক্রকে ধরে রেখে উপজেলা প্রশাসন ও মাদারগঞ্জ মডেল থানাকে অবগত করতে বলেন। এ বিষয়ে তিনি সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল বলেন বর্তমানে সবাই সচেতন এরপর ও মানুষ এইভাবে টাকা দিবে কেন। এ সংস্থার কার্যক্রম বিষয়ে তিনি অবগত নন। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।