মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে রোড় টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বালিজুড়ী এস এম ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে প্রায় ১১শ ২৫ জন ভোট প্রার্থনাকর্মীকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। ক্যাম্পেইনার প্রশিক্ষণের ভারপ্রাপ্ত আহবায়ক বাবু অরুণ কুমার সাহা’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল। এ সময় প্রশিক্ষণ প্রদান করেন বৃহত্তর ময়মনসিংহ এর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম রবিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সহকারী অধ্যাপক ও ব্যবস্থাপনা বিভাগ এর চেয়ারম্যান মোঃ এনামুল হক, মেন্টর। হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা। এ সময় উপজেলার ভোট কেন্দ্র গুলোর ভোট প্রার্থনাকারীদের প্রশিক্ষক মোশারফ হোসেন বাদল,শফিউল আলম, রায়হান রহমতুল্ল্যাহ রিমু, লাইলী ইয়াছমিন, নাজমা পারভীন মুন্নী ও সমসাদ আরা রেবা সহ উপজেলা,শহর, ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।