ঢাকাTuesday , 6 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে সিসি ক্যামেরা খুলে তিন দোকানে দূর্ধষ চুরি,১০ লক্ষ টাকার মালামাল লুট 

দেশ চ্যানেল
February 6, 2024 5:55 pm
Link Copied!

মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝাড়কাটা বাজারের তিনটি দোকানে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে।  গত সোমবার  গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।  এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।   তিন দোকানের আনুমানিক ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় চুর চক্র।  ঝাড়কাটা বাজারের তুষার এন্টারপ্রাইজ, জাহাঙ্গীর ষ্টোর, এইচ.আর মেডিকেল হল এই ৩ দোকানের প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্ধষ চুরচক্র।  ক্ষতিগ্রস্ত দোকান মালিক সোলায়মান কবির,জাহাঙ্গীর আলম, হামিদুল ইসলাম জানান রাতে দোকানে ছিলাম না এই সুযোগে চুর চক্রের দল আমাদের দোকানের সিসি ক্যামেরা খুলে সার্টারের তালা কেটে মালামাল লুট করে নিয়ে যায় পিক-আপে।  সকালে দোকানে এসে দেখি লোকজনের ভিড় তালা কাটা ভিতরের দেখি মনোহারি দোকানের বেশী দামি মাল, বোতলজাত সয়াবিন তৈল, চিনি, আটা ও চাউলের বস্তা, ভুসি, ইউরিয়াসহ বিভিন্ন পণ্য সামগ্রী লুট করে নিয়ে গেছে। ৩ টি দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা।  ঝাড়কাটা বাজার বণিক সমিতি’র সভাপতি ডাঃ মাসুদুর রহমান শোভন জানান স্থানীয় এ বাজারে যে পরিমাণ দোকান আছে তাদের সকলের সিকিউরিটি রাখার মত সামর্থ নেই।  তবে গতরাতে ৩ টি দোকানে যেভাবে চুরি’র ঘটনা ঘটেছে এটা শুধু চুরি বলা যাবে না, ডাকাতি করা হয়েছে,  পিক-আপ ভ্যানে দোকানের মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এদের শনাক্তের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তি’র দাবি জানাচ্ছি।   এ ব্যাপারে চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার জানান ঝাড়কাটা বাজারের ৩ টি দোকানে চুরির ঘটনা জানার পর থানায় অবগতসহ নিজে ঘটনাস্থল পরিদর্শন  করি এবং  পুলিশ এসে সরেজমিনে পরিদর্শন করে।  মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান মাদারগঞ্জে দোকান চুরি’র ঘটনা ঘটেছে এ বিষয়ে ভুক্তভোগীরা থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST