মো কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা শাখা আয়োজিত তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বালিজুড়ী এস এম ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ ফারুক আহমেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব দৌলত জামান দুলাল, সাবেক সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মোঃ গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু অরুণ কুমার সাহা ও মোস্তাফিজুর রহমান সাজু পারভেজ, জামালপুর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল ও শফিউল আলম, রায়হান রহমতুল্ল্যাহ রিমু, যুব ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর জান্নাতুল ইসলাম সোহেল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কড়ইচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদুল আরিফ, মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সমন্বয়কারী মারুফুর রহমান সুমন, প্রমূখ। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফরিদুল ইসলাম ও সঞ্চালনায় সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এ সময় উপজেলা,শহর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস সহ নাশকতাকারীদের বিরুদ্ধে যুবলীগের নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।