মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতি নিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭নংসিধূলী ইউনিয়নের ,শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারে গতকাল ১৬/০৯/২০২৩ ই রোজ শনিবার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশু, নারীসহ ৯ জন আহত হয়েছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত একদল পাগলা কুকুরের কামড়ে তাঁরা আহত হয়েছেন। আহতরা মাদারগঞ্জ উপজেলা সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিন নিয়েছেন।
আহতরা হলেন আলহাজ্ব মোঃ মাহবুবুল বাসিত রঞ্জু ৫৫ সম্মানিত সদস্য উপজেলা আওয়ামীলীগ ,সাবেক সিধূলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চরভাটিয়ানী জি,পি স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসে,আনিছুর রহমান সরকারি জাহেদা সফির মহিলা কলেজ জামালপুর, নুরনবি হোসন নলকা, আবুল ৪০ বীর লোটাবর চর নান্দিনা গ্ৰামেরপানফুল বেগম বয়স ৭০বছর , বলেন
‘বিকেল বেলা রান্না ঘরের যেতেই, হঠাৎ করেই কুকুর এসে আমার হাঁটুতে কামর বসিয়ে দিল।’
মাহবুবুল বাসিত রঞ্জ বাজারে মধ্যে হাঁটাহাঁটি করতেছি হঠাৎ পিছন থেকে এসে উল্টা পাল্টা কামড় দিয়ে যায়, বাজারে আতংক সৃষ্টি করেছে এই কুকুর গুলো।
শিশু হাসিব বলে, ‘ওয়াটার পাম্পে গোসল করছিলাম। এ সময় হঠাৎ পাগলা কুকুর এসে আমার হাতে কামড় দেয়। পরে চিৎকার শুরু করলে বাবা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’ গ্ৰাম এলাকায় অনেক কৃষক এর অভিযোগ তারা ঠিক মতে ছাগল গরু পালনে সমস্যা হচ্ছে, ব্যাপকভাবে কুকুর বৃদ্ধি পেয়েছে, এর একটা সমাধান চাই।