ঢাকাFriday , 30 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর লাশ উদ্ধার।

দেশ চ্যানেল
January 30, 2026 10:46 am
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ- বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টা পর বাকপ্রতিবন্ধী শিশুর  লাশ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টার পর স্থানীয়দের সহযোগিতায় বেলা ১২ টায় আরিফ নামে শিশুটির মৃতদেহ উদ্ধার করে জামালপুর ফায়ারসার্ভিস এর টিম।  স্থানীয় সূত্রে জানা গেছে সারিয়াকান্দি উপজেলার ধারাবর্ষা এলাকায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।  সে ঐ এলাকার কৃষক জাহাঙ্গীর আলমের ছেলে আরিফ (৮)।  সরেজমিনে গিয়ে দেখা যায় লাশ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠে।

এ ব্যাপারে আরিফ এর দাদা ডাঃ আলমগীর হোসাইন বলেন বাড়ীটি নদীর তীরবর্তী হওয়ায়  প্রতিদিন আরিফ গোসল করতে যেত, সে বাকপ্রতিবন্ধী ও ছিল। বৃহস্পতিবার দুপুরে গোসল করতে গিয়ে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না রাতে জামালপুর ফায়ারসার্ভিস টিম কে খবর দিলে সকালে এসে ডুবুরি দল কাজ শুরু করে এবং স্থানীয়দের সহযোগিতায় আরিফের লাশ উদ্ধার করা হয়।

জামালপুর ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোঃ সিদ্দুকুর রহমান বলেন ধারাবর্ষা থেকে রাত সাড়ে ১০ টায় সংবাদ পাই যমুনার শাখা নদীতে একটা লাশ আছে।  শুক্রবার সকাল ৯ টায় এসে উদ্ধার কাজ শুরু করি এবং স্থানীয়দের সহযোগিতা জাল ফেলে আড়াই ঘন্টা পর শিশু আরিফের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST