বিএম আজাহার উদ্দিন
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি পৌরসভাধীন কালকিনি-ভুরঘাটা সড়কের রেন্ডীতলা থেকে আলমগীর উকিলের বাড়ি পর্যন্ত ৯০০ মিটার সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে এ সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ।সড়কটি সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ লাখ টাকা।
সড়ক সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসএম হানিফ জানান,স্মার্ট পৌরসভা বিনির্মাণে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এর সহায়তায় ২০২৩-২৪ অর্থ বছরে কালকিনি পৌরসভায় প্রায় একশ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেয়া হয়েছে।যার অধিকাংশ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।ইতিমধ্যে পৌরসভার বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ শেষ হয়েছে যা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। বাকি কাজগুলো নির্ধারিত সময়ে শেষ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান প্রকৌশলী গিয়াসউদ্দীন, প্রকৌশলী রাকিব হোসেন,পৌরসভার ১নং ওর্য়াড কাউন্সিলর নাসিরুদ্দিন সিকদার,২নং ওর্য়াড কাউন্সিলর অলিল হাওলাদার,৪নং ওয়ার্ড কাউন্সিলর মেজবাউল হক,৭ নং ওর্য়াড কাউন্সিলর ইউনুস আলী হাওলাদার,৮ নং ওর্য়াড কাউন্সিলর আনিসুর রহমান,৯নং ওর্য়াড কাউন্সিলর আসাদুজ্জামান তালুকদার লাবু,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বাবু ভবতোষ দত্ত,পৌর যুবলীগের সভাপতি মাসুদ রানা জাপান,পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ ছাত্রলীগ,যুবলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় জনগন।