মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করছে পুলিশ। এসময় নগদ অর্থ ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।এছাড়াও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলার স্থান পুড়িয়ে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৭মার্চ) রাতে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ফাঁকা জায়গায় জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,কৃষ্ণ দত্তের ছেলে
নির্মল সরদার(৪৫),উষা মন্ডলের ছেলে পবিত্র মন্ডল(৩০),মৃত:বিজয় বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস(৩৫), মস্তফা খানের ছেলে মো. জোবায়ের খান,মানিক মাতুব্বরের ছেলে হাবুল মাতুব্বর(৪০)
জানাগেছে, আটককৃতদের মধ্যে হাবুল মাতুব্বর দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা চালিয়ে আসছিল।
ডাসার থানার অফিসার ইনচার্জ এস. এম শফিকুল ইসলাম বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।