ঢাকাFriday , 25 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মাদারীপুরে চাঞ্চল্যকর এসিড নিক্ষেপ মামলার আসামি সুমন গ্রেফতার

    দেশ চ্যানেল
    August 25, 2023 9:48 am
    Link Copied!

    মোঃ আতিকুর রহমান আজাদ
    মাদারীপুর প্রতিনিধিঃ

    মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর এসিড নিক্ষেপ মামলার মুলহোতা সুমন সিকদার(২৫)কে মাদারীপুর জেলা গোয়েন্দা শাখ(ডিবি) গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করেন।
    গতকাল শরীয়তপুর জেলার জাজিরা থানার মাঝিরচর এলাকা থেকে আটক করেন এবং আজ তাকে জেলহাজতে প্রেরন করেন।

    জেলা পুলিশের প্রেস ব্রিফিং সুত্রে জানা যায়, মাদারীপুর জেলার শিবচর থানার মাদবচর ইউনিয়নের ছলু বেপারী কান্দি গ্রামের মোসাঃ সাদিয়া আক্তার(২০) গত ১৬/০৮/২০২৩ ইং তারিখ তার নিজ ঘরে থাকা অবস্থায় রাত আনুঃ১০ ঘটিকায় তার পূর্বের স্বামী সুমন সিকদার মাথা ও মুখমন্ডলে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় সাদিয়ার আত্ম চিৎকারে লোকজন ছুটে তাকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

    ছবি : দেশ চ্যানেল

    অবস্থার অবনতি দেখে তাকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। উক্ত ঘটনায় ভিকটিমের বোন তাছলিমা আক্তার বাদি হয়ে ১৭/০৮/২৩ইং শিবচর থানায় এসিড অপরাধ দমন আইন, ২০০২ এর ৫(ক)/৭ধারা মোতাবেক মামলা দায়ের করিলে মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই এস এ এম ফরহাদ রাহী মীর ও এসআই মোঃ ইজারত হোসেন গোপন সংবাদের ভিক্তিতে শিবচর থানা ও জাজিরা থানা পুলিশের সহযোগিতায় গতকাল ২৪/০৮/২৩ইং শরীয়তপুরের জাজিরা থানার মাঝিরচর এলাকা থেকে আটক করেন। সে শিবচর থানার মাদবরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শুক্কুর হাওলাদার কান্দি গ্রামের মোঃ সিরাজ সিকদারের ছেলে। আজ শুক্রবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
    এ সময় মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম প্রেস ব্রিফিং এ বলেন,গতকাল মুলহোতা সুমন সিকদারকে গোপন সংবাদের ভিক্তিতে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।প্রার্থমিক জিজ্ঞেসাবাদে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন। আজ তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST