মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মাদারীপুর-৩ আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করছেন বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কালকিনি উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আমি বিএনপির একজন প্রার্থী হিসেবে আজকে মনোনয়নপত্র জমা দিলাম। আমি মাদারীপুর-৩ আসনের সকল জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন, তাঁর রোগমুক্তির জন্য দোয়া চাই। পাশাপাশি দেশনায়ক তারেক রহমান দেশে এসেছেন, তিনি যেন সুন্দরভাবে বাংলাদেশের মানুষের পাশে থেকে দেশ পরিচালনা করতে পারেন। সতেরো বছর গুমখুন নির্যাতনের শিকার ও জুলাই আন্দোলনে সকল শহীদদের স্মরণ করছি। আগামীতে একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেন নির্যাতিত মানুষের পাশে থাকতে পারি।
মাদারীপুর-৩ আসনে আনিসুর রহমান খোকন তালুকদার ছাড়াও জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মো. রফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মাদারীপুর-৩ আসনটি মাদারীপুর জেলার কালকিনি উপজেলা, ডাসার উপজেলা এবং মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন, ঝাউদি ইউনিয়ন, ঘটমাঝি ইউনিয়ন, ঘটমাঝি ইউনিয়ন, মোস্তফাপুর ইউনিয়ন ও কেন্দুয়া ইউনিয়ন নিয়ে গঠিত।
উল্লেখ্য, সংশোধিত তফশিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

