মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জে মাদ্রাসাতুল ওহী আল-ইসলামিয়ার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার কয়ড়া গ্রামে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুছ ছুবাহানের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুল বাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’লিমুল ইসলাম মাদ্রাসার পরিচালক ও মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি,মানিকগঞ্জের পরিচালক জনাব এইচ.এম. মুহসিনুল ইসলাম ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও ডিসপ্লে উপভোগ করেন প্রধান অতিথি , মাদ্রাসার শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি বর্গসহ বিপুল সংখ্যক দর্শক। ক্রীড়া প্রতিযোগিতায় ১২ টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারদের পুরস্কৃত করা হয়।