মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের লস্করপুর দাখিলি মাদ্রাসার সভাপতি ও শিক্ষকদের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের লস্করপুর দাখিলি মাদ্রাসার সভাপতি শাহে আলম ডাক্তার ও শিক্ষকরা মাদ্রাসার ষ্টক রুমের তালা খুলে বিক্রির উদ্দেশ্যে নসিমন ভরে রাতের আধারে নিয়ে যাচ্ছিল মাদ্রাসা শিক্ষা বোর্ডের সরকারি বই।এসময় এলাকায় লোকজন বইভর্তি নসিমনসহ আটক করে মেহেন্দিগঞ্জ থানা প্রশাসনকে অবহিত করে। তারা বইভর্তি নসিমন আটক করে থানা হেফাজতে রাখেন।পরবর্তীতে তাদের জিজ্ঞসাবাদ করলে তারা ঘটনার সত্যত্যা স্বীকার করেন। তাদের দ্বারা মাদ্রাসার বড় ধরনের ক্ষতির সম্ববনা বিদ্যমান।
এদিকে অভিযুক্ত সুপার বলেন, রেজুলেশনের মাধ্যমে বই বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।
যদিও এই ঘটনার এখন পযন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।