ঢাকাSaturday , 4 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে আওয়ামী লীগ নেতা এমদাদুল্লার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগ।

দেশ চ্যানেল
October 4, 2025 3:14 pm
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৪নং আদাঐর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এমদাদুল্লাহ এবং তার পরিবারের যুবলীগ সদস্যদের বিরুদ্ধে আওয়ামী লীগ শাসনামলে জোর জবরদস্তি করে জায়গা দখল এবং মারধরের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ৪নং আদাঐর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ এমদাদুল্লাহ, মোঃ আব্দুল্লাহ এবং যুবলীগের সদস্য মনির হোসেন সহ আরো অনেকেই মৃত মনজুর আলীর পৈত্রিক সম্পত্তি থেকে জোর করে আওয়ামী লীগের শাসনামলে বিল্ডিং তৈরি করে,ঐ সময় এই ব্যাপারে সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তারপর সাবেক চেয়ারম্যান ফারুক পাঠান ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ খুরশেদ আলম, অত্র ওয়ার্ডের বর্তমান মেম্বার বরকত আলী সহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ সবাই চেষ্টা করেও তাদের কাছ থেকে জায়গা উদ্ধার করে দিতে পারেনি।

দখলকৃত জায়গা, উদ্ধারের জন্য তাদের আপ্রাণ চেষ্টাকে থামানোর জন্য গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মৃত মঞ্জুর আলী ছেলে শাহ আলম ও নুর আলম তাদের নিজস্ব জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ এমদাদুল্লাহ, আব্দুল্লাহ, মনির হোসেন, নুরুস সালাম, নূর হোসেন, আনোয়ার আলী, মন্নর আলী সহ আরো অনেকে তাদের উপর হামলা করে এতে রক্তাক্ত জখম হয় শাহ আলম, নুর আলম, শফিক মিয়া, মাসুম মিয়া, নিপন মিয়া, ইয়াকুব আলী, জয়নাল মিয়া, জীবন মিয়া সহ আরো অনেকেই। এমদাদুল্লার বিরুদ্ধে আদালতে উচ্ছেদ মামলা ও ফৌজদারী মামলা চলমান আছে।

ভুক্তভোগী নুর আলম বলেন ,এমদাদুল্লাহ আওয়ামী লীগের ধূসর সে আওয়ামী লীগের শাসনামলেও আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছে,হাসিনা বিদায় নেওয়ার পর কিছু দিন চুপ থাকলেও সে আবার তার আগের চরিত্রে ফিরে যাচ্ছে। জায়গা দখল করেছে সে,আমাদের উপর আক্রমণ করেছে সে অথচ মামলায় আমাদেরকে আটকানোর জন্য এক প্রতিবন্ধী মহিলা দিয়ে মামলা করেছে অথচ ঐ মহিলা এই বিষয়ে কখনো কোন কিছুতে জড়িত ছিল না।তাদের অত্যাচার আর ষড়যন্ত্রের কবল থেকে আমরা মুক্তি চাই,তাই প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST