মাধবপুরে ইমামের সততায় মুগ্ধ হয়ে মোটরসাইকেল উপহার দিলেন মুসল্লীরা

Spread the love

সাব্বির আকাশঃ

হবিগঞ্জের মাধবপুরে ইমামের সততা ও ইসলামের নীতি অনুসারে জীবন যাপনে মুগ্ধ হয়ে মুসুল্লিরা একটি মোটরসাইকেল উপহার দিয়েছন।

উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজ নগর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব ক্বারী নাসির উদ্দিনের হাতে আজ শুক্রবার জুম্মা নামাজ শেষে উপহারটি তুলে দেওয়া হয়। হোন্ডা ব্র্যান্ডের ১১০ সিসির নতুন মোটরসাইকেলের চাবিটি ইমামের হাতে তুলে দেওয়া হয়।
মুসুল্লিদের কাছ থেকে জানা গেছে ৪ কিঃমিঃ দূরবর্তী কালিকাপুর গ্রাম থেকে ইমাম সাহেব রিয়াজ নগর মসজিদ বিগত ২৩ বছর যাবত ইমামতি করছেন। পায়ে হেটে নিয়মিত ফজর থেকে এশা নামাজের ইমামতি করিয়ে যাচ্ছেন। হেটে যাতায়াতের দূর্ভোগের বিষয়টি এলাকার যুবকরা অনুধাবন করছিলেন।
সামছুল আলম পাবেল ও সাব্বির হাসানের উদ্যোগে যুবকরা গ্রামবাসিদের কাছ থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেল ক্রয় করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানান, আমরা এলাকাবাসী ইমাম সাহেবের কাজে মুগ্ধ হয়েছি। তার মধ্যে সকল প্রকার সৎগুন বিরাজমান। তিনি অনেক দূর থেকে নিয়মিত এসে নামায পড়ান। মোটরসাইকেল পাওয়াতে এখন আরও অনেক সহজ হয়ে যাবে।
এ ব্যাপারে রিয়াজনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব ক্বারী নাসির উদ্দিন বলেন, এলাকাবাসী প্রকৃতপক্ষে একজন ইমাম সাহেবকে সম্মানিত করেছেন।
একজন ইমাম সাহেব সমাজকে পরিশুদ্ধ করতে কাজ করেন। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি এলাকার মুসুল্লিদের ভালবাসায়।এক কথায় অভিভূত হলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *