সাব্বির আকাশ হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রহম আলী।
কর্মীসভায় উপজেলা পরিষদ নির্বাচনে ৩জন প্রার্থী তাদের প্রার্থীতা করেন। তারা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম , আওয়ামীলীগ নেতা শাহ সৈয়দ হাবিব উল্লাহ সুচন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লউপদেষ্টা মন্ডলির সদস্য সুকোমল রায়,যুগ্ম সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহিউজ্জামান হারুন,যুগ্ন সম্পাদক তাজুল ইসলাম,পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি বেনু রঞ্জন রায়, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, মোজাহিদ বিন ইসলাম, ধর্ম বিষয়য়ক সম্পাদক আঃ আওয়াল মোল্লা ,সহ প্রচার সম্পাদক আয়ুব খান,আওয়ামীলীগ নেতা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কাওছার আহমেদ ,যুবলীগের সভাপতি ফারুক পাঠান প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।