মাধবপুরে ওসি আব্দুর রাজ্জাকের বিদায় সংবর্ধনা নতুন ওসি রাকিবুল ইসলামের যোগদান

Spread the love

সাব্বির আকাশঃ

হবিগঞ্জের মাধবপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে সর্বমহলের প্রশংসা নিয়ে বিদায় নিলেন ওসি মোঃ আব্দুর রাজ্জাক। জনতার পুলিশ হয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে যোগদান করেন নবাগত ওসি মোঃ রকিবুল ইসলাম খান।
সোমবার বিকেলে মাধবপুর থানার হল রুমে বিদায় ও বরণ অনুষ্ঠানে আয়োজন করেন মাধবপুর থানা।
নবাগত ওসি মোঃ রকিবুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের এএসপি নির্মূলেন্দু চক্রবর্তী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন
পুলিশ পরিদর্শক (ট্রাফিক) এসএম জালাল উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুকোমল রায়, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রহম আলী, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, চেয়ারম্যান মিজানুর রহমান, মাহবুবুর রহমান সোহাগ, ফারুক আহমেদ পারুল, সাবেক চেয়ারম্যান মোঃ আপন মিয়া, আরিফুর রহমান আরিফ, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মিজানুর রহমান,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল আলম লেবু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আতআউস সামাদ বাবু প্রমুখ।

নব যোগদানকৃত ওসি মোঃ রকিবুল ইসলাম খান তিনি তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে এ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

অনুষ্ঠানে এস আই সামস্ ই আলম তাব্রীজ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এস,আই মানিক শাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *