সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
রোববার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা’র কার্যালয়ের আয়োজনে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
এ উপলক্ষে মাধবপুর ফায়ার সার্ভিস ব্রিগেড বিভিন্ন মহড়ার আয়োজন করে।
“দূর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো।”এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ষ্টেশন অফিসার মনোতোষ মল্লিক ,,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক মোজাহিদ বিন ইসলাম ,,প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান ,,আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির প্রমুখ।
বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সিপিপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                